Wellcome to National Portal
স্বাস্থ্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ডিসেম্বর ২০১৪

এসএমএস-এর মাধ্যমে প্রসুতি পরামর্শ

একজন মা গর্ভ ধারণ করলে তিনি এসএমএস-এর মাধ্যমে প্রসুতি পরামর্শ নিতে পারেন। এ জন্য তাকে এ সেবার জন্য রেজিস্ট্রেশন করতে হবে।রেজিস্ট্রেশন করা সহজ।

রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে যান।

সেখানে টাইপ করুনঃ dghs reg lmp_date mobile_no. name

উদাহরণঃ dghs reg 04072012 01713018545 marjina

ব্যাখ্যাঃ lmp হলো Last menstrual period (শেষ মাসিকের তারিখ)।

লিখতে হবে এভাবে 04072012 (অর্থাৎ ০৪ জুলাই ২০১২ - প্রথমে তারিখ; এরপর মাস; এরপর বছর)।

মোবাইল নম্বর হলো, আপনি যে মোবাইল নম্বরে পরামর্শ পেতে চান। নাম হলো প্রসুতি মায়ের নাম।

টাইপ করা হয়ে গেলে মেসেজ পাঠাতে হবে ১৬৩৪৫ নম্বরে।

ফিরতে মেসেজে রেজিস্ট্রেশন করার জন্য ধন্যবাদ জানানো হবে। প্রসুতির সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ জানানো হবে এবং সন্তানের জন্ম হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ প্রেরণ করা হবে। প্রসুতি মা এসব পরামর্শ অনুসরণ করলে নিরাপদে সন্তান জন্ম দিতে পারবেন এবং নবজাতকও সুস্থ থাকবে।