Wellcome to National Portal
স্বাস্থ্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st এপ্রিল ২০২৪

টেলিমেডিসিন সেবা

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের উদ্যোগে সারাদেশে ২৩২ টি টেলিমেডিসিন সেবা কেন্দ্র চলমান রয়েছে। তন্মধ্যে সেবা প্রদানকারী ৩৮ টি এবং সেবা গ্রহণকারী ১৯৪ টি। সর্বমোট ২৩২ টি সেবা কেন্দ্রের মধ্যে  ১৩টি বিশেষায়িত হাসপাতাল, ১৩টি মেডিকেল কলেজ হাসপাতাল , ১২টি জেলা হাসপাতাল এবং ১৯৪ টি উপজেলা হেলথ কমপ্লেক্স রয়েছে। টেলিমেডিসিন কেন্দ্রসমূহের সমন্বয়ের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগে ১টি নিয়ন্ত্রন কক্ষ রয়েছে।

এই সেবার মাধ্যমে উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তিকৃত এবং রেফারেল রোগীরা অন্য কোন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও চিকিৎসা নিতে পারেন, যা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এই পুরো প্রক্রিয়াটি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সম্পন্ন হয়।

টেলিমেডিসিন কেন্দ্রগুলো টেলিগ্যাজেটস যেমন টেলি-স্টেথোস্কোপ, টেলি-ইসিজি, টেলি-অণুবীক্ষণ যন্ত্র, টেলি-গ্লুকোমিটার ইত্যাদির সাথে উন্নত মানের ক্যামেরা, বড় স্ক্রীন মনিটর এবং কম্পিউটার দিয়ে সজ্জিত। প্রতিটি পৃথক পরামর্শ DHIS2 এ রেকর্ড করা হয় এবং সিস্টেম থেকে রোগের প্রোফাইল পাওয়া যেতে পারে। প্রত্যন্ত অঞ্চলে চর্ম বিশেষজ্ঞের অভাবের কারণে বেশিরভাগই বিভিন্ন চর্মরোগে আক্রান্ত ব্যক্তিরা টেলিমেডিসিন সেবার প্রয়োজনীয়তা বোধ করেন।

টেলিমেডিসিনের অগ্রযাত্রাঃ

 টেলিমেডিসিন সেবা ২০০৯-২০১০ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তর এমআইএস এর সমন্বয়ের মাধ্যমে ৮টি কেন্দ্র (২টি বিশেষায়িত হাসপাতাল,৩ জেলা হাসপাতাল এবং ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) চালু করা হয়েছিল যা বঙ্গবন্ধু নভো থিয়েটারে অনুষ্ঠিত জাতীয় ডিজিটাল উদ্ভাবন মেলায় ৬ জুলাই, ২০১১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। এরপর প্রতি বছর কমবেশি ১০টি কেন্দ্র যুক্ত করা হয়েছে; ২০১৯ সাল পর্যন্ত, স্বাস্থ্য অধিদপ্তর এমআইএস এর অধীনে টেলিমেডিসিন মনিটরিং ইউনিট সহ ৯৪টি টেলিমেডিসিন কেন্দ্র চালু ছিলো। পরবর্তীতে, ২০২৩ সালে, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর জনাব অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল সেন্ট-মার্টিন দ্বীপে টেলিমেডিসিন সেন্টার উদ্বোধন করেন। সম্প্রতি রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ১০০টি নতুন টেলিমেডিসিন সেন্টার উদ্বোধন করেন।

 

২০১৯ থেকে ২০২৩ সালে রোগীদের টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ গ্রহণের সংখ্যা:

 

Year

Number of patient consultations

2019

41370

2020

35133

2021

47144

2022

29246

2023

42836

উৎস: DHIS2

 

 

এক নজরে টেলিমেডিসিন সেবা দানকারী প্রতিষ্ঠান সমূহের তালিকা

 

2024-04-01-02-50-4c74d5b3c5da16d0606d62aa1945a5fb.pdf 2024-04-01-02-50-4c74d5b3c5da16d0606d62aa1945a5fb.pdf