স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও অধঃস্থন অফিসমূহের উর্ধতন কর্মকর্তাবৃন্দকে দৈনন্দিন অফিসের বিভিন্ন সভা, সমাবেশ ও অন্য কর্মসূচীতে ব্যস্ত থাকতে হয়।
এমআইএস এজন্য একটি অনলাইন সফটওয়্যার তৈরি করেছে। মাননীয় মন্ত্রী মহোদয়সহ বেশ কজন কর্মকর্তা এই সফটওয়্যার ব্যবহার করে উপকার পাচ্ছেন।এই সফটওয়্যারটির সুবিধা হলো কর্মকর্তা নিজে বা তার ব্যক্তিগত কর্মকর্তা ও অন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্টারনেটের মাধ্যমে এই কর্মসূচী সংযোজন, বিয়োজন বা সম্পাদনা করতে পারেন। ওয়েব সাইটের মাধ্যমে সকলে এই কর্মসূচী দেখতে পারেন এবং প্রিন্ট করে দৈনিক কর্মসূচীর ফ্রেমে লাগিয়ে দিতে পারেন। মাঝে মাঝে পূর্ববর্তী সময়ের কর্মসূচীগুলো বিশ্লেষন করে পরিসংখ্যান রিপোর্ট প্রস্তুত করতে পারেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ এই সফটওয়্যার ব্যবহার করতে চাইলে এমআইএস বিভাগের সাথে যোগাযোগ করুন।