Wellcome to National Portal
স্বাস্থ্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জানুয়ারি ২০২৪

মহাপরিচালক

 

অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম
মহাপরিচালক
স্বাস্থ্য অধিদপ্তর

 

অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) দশম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৬ জুলাই, ২০২০ তারিখে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মহাপরিচালক পদে যোগদান করেন। তিনি ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। চাকরি জীবনে মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে সার্জারী বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। করোনা মহামারী চলাকালীন সময়ে দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দৃঢ়তার সাথে নেতৃত্ব দিচ্ছেন।

 

 

অধ্যাপক খুরশীদ আলম ১৯৮৪ সালের ২২ নভেম্বর স্যার সলমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। এরপর তিনি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোহাম্মদপুর ইউনিয়ন সাব-সেন্টার এবং ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সময়ে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সার্জারী বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রেজিস্ট্রার হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মেডিকেল অফিসার হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন।

 

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে জুনিয়র কনসালটেন্ট, সহযোগী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এছাড়া তিনি শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে প্রায় চার বছর অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

 

অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ১৯৯৪ সালে জেনারেল সার্জারীতে এফসিপিএস এবং ১৯৯৭ সালে অর্থোপেডিক্স বিষয়ে এমএস ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০২ সালে রয়েল কলেজ অব সার্জনস, এডিনবার্গ, ইউকে এবং ২০১৪ সালে রয়েল কলেজ অব সার্জনস, ইংল্যান্ড, ইউকে থেকে সার্জারী বিষয়ে ফেলোশিপ অর্জন করেন। এছাড়াও তিনি আমেরিকান কলেজ অব সার্জনস এর একজন সম্মানিত ফেলো। তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস এর সিনিয়র সহ-সভাপতি এবং কাউন্সিলর। তিনি সোসাইটি অব সার্জনস বাংলাদেশের বর্তমান সভাপতি এবং আজীবন সদস্য। তিনি “Khurshid’s Decoding Surgery” বইয়ের রচয়িতা। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে সার্জারী বিষয়ক বহু জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রকাশনাসমূহ:

 

  1. Alam, A. K., Bhuiyan, M. A., Zim, H. Z., & Das, T. K. (2020). The Twisted Colon: A Review of Sigmoid Volvulus. Journal of Surgical Sciences, 23(2), https://doi.org/10.3329/jss.v23i2.46118
  2. Alam, A. K., Jahan, K. Israt, & Mohammad Ali, .-. (2019). Intestinal Obstruction: An Overview of Aetiology, Evaluation and Management. Journal of Surgical Sciences, 17(2), 89-95. https://doi.org/10.3329/jss.v17i2.43783
  3. Alam, A. K., Khan, M. A., Zaman, R. U., Akbar, M. A., & Bashar, M. A. (2019). Complications of Laparoscopic Cholecystectomy. Journal of Surgical Sciences, 17(2, 73-79). https://doi.org/10.3329/jss.v17i2.43725
  4. Bar, D., Alam, A. K., Rahman, F., Rahman, A. M., & Suzana, N. (2020). Covid-19: Recommendations for Optimum Patient Management and Surgeons’ Safety. Journal of Bangladesh College of Physicians and Surgeons, 38, 116-121. https://doi.org/10.3329/jbcps.v38i0.47343
  5. Khalil, M. I., Rahman, M. A., Ahmed, A., Uddin, S. S., Alauddin, M., Alam, A. K., & Hossain, A. M. (2019). Surgical Outcomes of Haemorrhoidectomy along With Suture Haemorrhoidopexy in Multiple Haemorrhoids. Journal of Current and Advance Medical Research, 6(2), 73-76. https://doi.org/10.3329/jcamr.v6i2.42697
  6. Zim, H. Z., Hossain, S. A., Alam, A. B. M. K., & Uddin, S. S. (2020). Comparison Between Csissors and Electrocautery in Seroma Formation Following Modified Radical Mastectomy (MRM). Journal of Surgical Sciences, 23(2), 87-89. https://doi.org/10.3329/jss.v23i2.46117
  7. Masum, M., Islam, M. A., Bhuiyan, M. A., Islam, K. M., Morshed, M. S., Masum, M. N. H., Alam, A. K., Sayed, M., & Hossain, S. (2020). Outcome of tension free open mesh repair of inguinal hernia. Journal of Surgical Sciences, 22(1), 21-24. https://doi.org/10.3329/jss.v22i1.44010
  8. Ahmad, Z., Ali, M., Jahan, K. Israt, Alam, A. K., & Morshed, G. M. (2020). Comparative study of ultrasonographic findings with the operative findings of biliary surgery. Journal of Surgical Sciences, 22(1), 25-29. https://doi.org/10.3329/jss.v22i1.44011

অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ব্যক্তিগত ও পারিবারিক জীবনে একজন সফল মানুষ। অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এর সকল সৃজনশীল কাজ এবং সুখী পারিবারিক জীবনের প্রধানতম অনুপ্রেরণা তাঁর সহধর্মিনী অধ্যাপক ডাঃ ফাতেমা রহমান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে গাইনী বিভাগে অধ্যাপনা করছেন। তালিকাভুক্ত রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে অধ্যাপক ডাঃ খুরশীদ আলম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন স্বনামধন্য শিল্পী। সঙ্গীত শ্রবণ, বৃক্ষ সমাচার ও চিত্র দর্শন তাঁর অন্যতম শখ।