Wellcome to National Portal
স্বাস্থ্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুলাই ২০২৪

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির হালনাগাদ খসড়া তালিকা (ডেন্টাল ফ্যাকাল্টি)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য পদোন্নতি প্রত্যাশীদের (যারা এইচআরআইএস সিস্টেমে Desired Next Promotion Designation এবং Desired Next Promotion Discipline ঘরে তথ্য প্রদান করেছেন) হালনাগাদ এইচআরআইএস এর তথ্যের ভিত্তিতে নিম্নলিখিত বিষয়ের খসড়া তালিকা প্রদান করা হলো।

 

যে সকল প্রার্থীগণ এইচআরআইএস সিস্টেমে সঠিক তথ্য প্রদান না করার কারণে সঠিক তালিকায় অন্তর্ভুক্ত হননি, তাদেরকে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ০৪ জুলাই ২০২৪ তারিখের মধ্যে এইচআরআইএস হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।


 

সকল পদোন্নতি প্রত্যাশীদেরকে নিজ নিজ এইচআরএম বায়োডাটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতঃ পরিচালক এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি নং স্বাঃঅধিঃ/এমআইএস/প্রশাসন/২০২৪/৫২৪৫ তারিখ ০২ এপ্রিল ২০২৪ অনুসরণ করে তথ্যাদি হালনাগাদ করার জন্য অনুরোধ করা হল।
 

এইচআরআইএস হালনাগাদ এর সময়সীমা শেষে এমআইএস থেকে হালনাগাদ তথ্য চূড়ান্ত তালিকা প্রণয়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখায় প্রেরণ করা হবে।
 

ক্রমান্বয়ে সকল বিষয়ের বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হবে

♦  সহযোগী অধ্যাপক (প্রসথোডন্টিক্স - ক্যাডার)
♦  সহযোগী অধ্যাপক (পিরিওডন্টোলজি- ক্যাডার)
♦  সহযোগী অধ্যাপক (অর্থোডন্টিক্স - ক্যাডার)
♦  সহযোগী অধ্যাপক (ওরাল প্যাথোলজি - ক্যাডার)
♦  সহযোগী অধ্যাপক (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি - ক্যাডার)
♦  সহযোগী অধ্যাপক (ডেন্টিস্ট্রি - ক্যাডার)
♦  সহযোগী অধ্যাপক (ডেন্টাল রেডিওলজি - ক্যাডার)
♦  সহযোগী অধ্যাপক (ডেন্টাল পাবলিক হেলথ - ক্যাডার)
♦  সহযোগী অধ্যাপক (ডেন্টাল এনাটমি - ক্যাডার) 
♦  সহযোগী অধ্যাপক (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি - ক্যাডার)
♦  সহযোগী অধ্যাপক (চিল্‌ড্রেন ডেন্টিস্ট্রি - ক্যাডার)