স্বাস্থ্য অধিদপ্তর ২০১০ সাল থেকে রুটিন হেলথ ইনফরনমেশন সংগ্রহের জন্য ডিস্ট্রিক্ট হেলথ ইনফরমেশন সিস্টেম২ (ডিএইচআইএস২) সফটওয়্যারটি ব্যবহার করছে। ডিএইচআইএস২ (DHIS2) সফটওয়্যার ব্যবহার করে সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালের জনস্বাস্থ্য বিষয়ক তথ্য-উপাত্ত সংগ্রহ, উপস্থাপন এবং বিশ্লেষণের জন্য বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য তথ্য নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। পৃথিবীর ৬৩টি দেশে এ সফটওয়্যারটি ব্যবহার করা হয়। সফটওয়্যারটি বাস্তবায়নের দিক থেকে বাংলাদেশ সর্ববৃহৎ।
উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ডিএইচআইএস২ (DHIS2) এর ব্যবহার রুটিন হেলথ ইনফরমেশন ব্যবস্থাপনাকে করেছে সহজতর এবং মানসম্পন্ন। ফলশ্রুতিতে মাতৃস্বাস্থ্য ও শিশু স্বাস্থ্যসহ সকল ধরণের স্বাস্থ্য সেবার তথ্য ব্যবস্থাপনা করার মাধ্যমে জনগণের সেবা প্রাপ্তি সহজ হয়েছে।